Last Updated: Sunday, November 24, 2013, 20:31
বিশ্বের সেরা দশ স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হিসাবে অস্কার পুরস্কার জন্য মনোনিত হল ভারতীয় ছবি `খুশ`। পরিচালক শুভাশিষ ভুটানিয়ার এই ২৫ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ১৯৮৪ শিখ দাঙ্গার ওপর তৈরি। এক শিক্ষক তাঁর মাত্র ১০ বছরের খুশ নামের এক ছোট্ট ছাত্রকে কীভাবে শিখ দাঙ্গার সময় রক্ষা করে তা নিয়েই এই সিনেমা তৈরি হয়েছে।