Last Updated: Saturday, May 25, 2013, 12:22
রাজ্যের তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। মালদহ, মুর্শিদাবাদ এবং সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এমসিআই জানিয়েছে, কলেজ হওয়ার কোনও যোগ্যতাই নেই এই প্রতিষ্ঠানগুলির। এ বিষয়ে লিখিত জবাবও তলব করা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে এই তিন মেডিক্যাল কলেজে ছাত্রভর্তি বন্ধ করে দেওয়া হবে চলতি বছর থেকেই।