Last Updated: Monday, November 4, 2013, 11:32
ইডেনে শুরু সচিন উত্সব। মাস্টার ব্লাস্টারের ১৯৯ তম টেস্ট দেখার আগেই অনুশীলন দেখতে ইডেনে রীতিমতন ভিড় জমিয়েছেন সচিন ভক্তরা। আজ অনুশীলনের নির্ধারিত সময়ের প্রায় পঞ্চাশ মিনিট পরে ইডেনে ঢোকেন সচিন। গোলাপের পাপড়ি দিয়ে সচিনকে অভ্যর্থনা জানায় সিএবি। অনুশীলনে ঢোকার সময়ই কোনও খেলোয়ারকে এই ধরনের অভ্যর্থনা বিশ্ব ক্রিকেটে বিরল। ইডেনে ঢুকেই কিছুক্ষণ টিম মিটিংয়ের পর গা ঘামাতে মাঠে নেমে পড়েন সচিন।