Last Updated: Sunday, June 2, 2013, 15:18
সারদা গোষ্ঠীর ডিভিশনাল ম্যানেজার বুম্বা ওরফে অরিন্দম দাসকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। রবিবরাই গ্রেফতার হন বুম্বা। বাইপাসের কাছে তাঁকে গ্রেফতার করেন দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিস সুপার কঙ্করপ্রসাদ বারুই।