পুলিসের জালে সারদার সহনায়ক বুম্বা

পুলিসের জালে সারদার সহনায়ক বুম্বা

পুলিসের জালে সারদার সহনায়ক বুম্বাসারদা গোষ্ঠীর ডিভিশনাল ম্যানেজার বুম্বা ওরফে অরিন্দম দাসকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। রবিবরাই গ্রেফতার হন বুম্বা। বাইপাসের কাছে তাঁকে গ্রেফতার করেন দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিস সুপার কঙ্করপ্রসাদ বারুই।

সারদার ৫১টি ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন বুম্বা। দেখভাল করতেন ভিনরাজ্যে সারদার কারবার। বুম্বার বিরুদ্ধে তাঁর সই জাল করে অর্থ আত্মসাতের অভিযোগ করেন সুদীপ্ত সেন। আমানতকারীরা তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানান। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই গা ঢাকা দেন অরিন্দম দাস ওরফে বুম্বা। হাবড়া, অশোকনগরের মতো এলাকায় তিনি লুকিয়ে ছিলেন বলে খবর ছিল। অবশেষে রবিবার সকালে পুলিস তাঁকে গ্রেফতার করে।  

First Published: Sunday, June 2, 2013, 15:18


comments powered by Disqus