Last Updated: Saturday, February 16, 2013, 23:11
বান্ধবীকে খুনের দায়ে অবসাদে ভুগছেন অভিযুক্ত অ্যাথলিট অস্কার পিস্টোরিয়াস। এমনকি অবসাদের চোটে পিস্টোরিয়াস আত্মহত্যা করতে গেছিলেন বলেও এক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর। ব্লেড রানারের মানসিক অবস্থা যা,তাতে তিনি আত্মহত্যাও করতে পারেন বলে আশঙ্কা করছে পুলিস। তাই তার সেলে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এদিকে এখনই পিস্টোরিয়াসের সঙ্গে চুক্তিভঙ্গ করতে চাইছেননা স্পনসররা। এই ঘটনায় হতবাক বিশ্বসেরা অ্যাথলিট উসেইন বোল্ট।