আইন অমান্য কর্মসূচি - Latest News on আইন অমান্য কর্মসূচি| Breaking News in Bengali on 24ghanta.com
আইন অমান্য কর্মসূচি বাতিল করায় দলীয় কর্মীদের ক্ষোভের মুখে কং নেতারা

আইন অমান্য কর্মসূচি বাতিল করায় দলীয় কর্মীদের ক্ষোভের মুখে কং নেতারা

Last Updated: Thursday, November 28, 2013, 17:58

ঘোষণা ছিল, আজ সারদাকাণ্ডের প্রতিবাদ হিসেবে আইন অমান্য করবে কংগ্রেস। কিন্তু পুলিস বাসের ব্যবস্থা করতে না পারায় শেষমুহুর্তে পিছু হটেন প্রদেশ নেতারা। একথা কানে যেতেই দলেরই নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা।  পুলিসের সঙ্গে সহযোগিতা করে চলবে দল? প্রশ্ন ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের।