আবু তাহের - Latest News on আবু তাহের| Breaking News in Bengali on 24ghanta.com
লস্কর জঙ্গি টুন্ডার বং কনেকশন

লস্কর জঙ্গি টুন্ডার বং কনেকশন

Last Updated: Sunday, August 18, 2013, 17:58

ধৃত লস্কর জঙ্গি টুন্ডার সঙ্গে উঠে এল এ রাজ্যের যোগাযোগ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কলকাতার জেলেই বন্দি টুন্ডার শ্বশুর আবু তাহের। জঙ্গিদের পারাপার করা ও বিস্ফোরক আমদানির অভিযোগ রয়েছে বাংলাদেশি নাগরিক তাহেরের বিরুদ্ধে। এবারে তাই টুন্ডাকে জেরা করতে চায় কলকাতা পুলিসের এসটিএফও। এ দিকে টুন্ডাকে জেরা করেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিস।