Last Updated: Friday, June 29, 2012, 22:08
পাকিস্তানই আশ্রয় দিয়েছিল আবু হামজাকে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে ইসলামাবাদের বিরুদ্ধে এই বলেই দাগলেন পি চিদম্বরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অভিযোগ, পাক সরকারের মদত ছাড়া করাচির কন্ট্রোল রুম সক্রিয় হতে পারত না। পাকিস্তানের যোগসূত্র নিয়ে জেরায় আজও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আবু হামজা।