Last Updated: Friday, November 8, 2013, 10:51
মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্বেও বাজারে আলু-সঙ্কট অব্যাহত। আলু কিনতে বাজারে গিয়ে নাকাল হচ্ছেন ক্রেতারা। চড়া দাম তো ছিলই। এবারে একেবারে বন্ধই হয়ে গিয়েছে বহু দোকান। সরকার আলুর দাম ১৩ টাকা কেজি বেঁধে দিয়েছে। ওই দামে আলু বিক্রি করতে হলে ব্যাপক লোকসানের মুখে পড়বেন বলে দাবি বিক্রেতাদের। ফলে বেশিরভাগ বিক্রেতাই দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। সরকারের নির্ধারিত ১৩ টাকা দামে সামান্য কিছু আলু বাজারে আসছে। যদিও তা আলুর বিপুল চাহিদার নামমাত্রই মেটাতে পারছে। ১৩ টাকার সেই আলু মানও খুব খারাপ বলে অভিযোগ করছেন ক্রেতারা। আলু-সঙ্কটের সঙ্গেই লাফিয়ে বেড়েছে অন্যান্য শাক-সবজির দামও।