আসন ফাঁকা নিয়েই ক্লা - Latest News on আসন ফাঁকা নিয়েই ক্লা| Breaking News in Bengali on 24ghanta.com
আসন ফাঁকা নিয়েই ক্লাস শুরু, যাদবপুর, বেসু থেকে বঞ্চিত ছাত্ররা

আসন ফাঁকা নিয়েই ক্লাস শুরু, যাদবপুর, বেসু থেকে বঞ্চিত ছাত্ররা

Last Updated: Tuesday, August 14, 2012, 09:37

নজিরবিহীনভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবছর কাউন্সেলিং-এর পরে ১১৪ টি আসন খালি পড়ে রয়েছে শুধু তাই নয়, শিবপুর বিশ্ববিদ্যালয়ে সেই খালি আসনের সংখ্যা ৫৫। রাজ্য সরকার নির্দেশ দেয় এই খালি আসন ভরতে হবে। সেক্ষেত্রে যারা এখনও কোনও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়নি তাদেরই সুযোগ দিতে বসে। কিন্তু মেধার সঙ্গে এভাবে আপস করা যাবে না বলে এরপরেই বেঁকে বসে শিবপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আসন ফাঁকা নিয়েই ক্লাস শুরু, যাদবপুর, বেসু থেকে বঞ্চিত ছাত্ররা

আসন ফাঁকা নিয়েই ক্লাস শুরু, যাদবপুর, বেসু থেকে বঞ্চিত ছাত্ররা

Last Updated: Monday, August 13, 2012, 23:37

নজিরবিহীনভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবছর কাউন্সেলিং-এর পরে ১১৪ টি আসন খালি পড়ে রয়েছে শুধু তাই নয়, শিবপুর বিশ্ববিদ্যালয়ে সেই খালি আসনের সংখ্যা ৫৫। রাজ্য সরকার নির্দেশ দেয় এই খালি আসন ভরতে হবে। সেক্ষেত্রে যারা এখনও কোনও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়নি তাদেরই সুযোগ দিতে বসে। কিন্তু মেধার সঙ্গে এভাবে আপস করা যাবে না বলে এরপরেই বেঁকে বসে শিবপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। দুই বিশ্ববিদ্যালয়ই প্রস্তাব দেয় চতুর্থ দফার কাউন্সেলিং-এর।