Last Updated: Thursday, November 8, 2012, 19:03
শুরু থেকেই বছরটা ভাল কাটেনি বলিউডের। বছরভর বক্সঅফিসের টালমাটাল দশা হজম করা গেলেও এভাবে হৃদয়ঙঙ্গ মেনে নেওয়া সত্যিই কষ্টকর। একই বছরে প্রথম সারির দুই অভিনেত্রীর মালাবদল সদূর অতীতেও ঘটেছে কি না সন্দেহ। খবর যদি সত্যি হয় তবে করিনার পর এবার ছাদনাতলার দিকে পা বাড়িয়েছেন বিদ্যা।