Last Updated: November 8, 2012 19:03

শুরু থেকেই বছরটা ভাল কাটেনি বলিউডের। বছরভর বক্সঅফিসের টালমাটাল দশা হজম করা গেলেও এভাবে হৃদয়ঙঙ্গ মেনে নেওয়া সত্যিই কষ্টকর। একই বছরে প্রথম সারির দুই অভিনেত্রীর মালাবদল সদূর অতীতেও ঘটেছে কি না সন্দেহ। খবর যদি সত্যি হয় তবে করিনার পর এবার ছাদনাতলার দিকে পা বাড়িয়েছেন বিদ্যা।
বেশ কিছুদিন ধরেই ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুরকে ডেট করছেন বিদ্যা। গত মে মাসে একটি সাক্ষাত্কারে নাম না করে সেকথা প্রায় স্বীকারও করেন বিদ্যা। তবে বিয়ের ব্যাপারে বিশেষ মুখ খুলতে চাননি। "আমার এখনই কোনও বিয়ের কোনও প্ল্যান নেই। এখনও আমাদের এনগেজমেন্ট হয়নি। আমার কোনও তাড়াহুড়োও নেই। তবে হ্যাঁ, আমার জীবনে অবশ্যই বিশেষ কেউ আছেন"। সেই বিশেষ কেউ কে জানতে চাইলে অবশ্য ধরি মাছ না ছুঁই পানি গোছের উত্তর দেন বিদ্যা। "আমি অবশ্যই সিদ্ধার্থকে ডেট করছি। তবে এর বেশি কিছু বলতে চাই না"।
আগামী ডিসেম্বরে ৪ সপ্তাহের ছুটি নিয়েছেন সিদ্ধর্থ। আশা করা হচ্ছে তখনই ৪ হাত এক হতে চলেছে।
First Published: Thursday, November 8, 2012, 19:41