Last Updated: Saturday, May 12, 2012, 17:01
চব্বিশ ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে অবস্থান বদলালো তৃণমূল। টুইটারে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও`ব্রায়েন জানালেন, কেন্দ্রে পাঁচ বছরের কার্যকালের মেয়াদই পূর্ণ করবে ইউপিএ-টু সরকার।