ইউরো সং ২০১২ - Latest News on ইউরো সং ২০১২| Breaking News in Bengali on 24ghanta.com
ইউরো সং ২০১২

ইউরো সং ২০১২

Last Updated: Friday, June 8, 2012, 22:49

দক্ষিণ আফ্রিকায় ২০১০ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে অন্যমাত্রা দিয়েছিল শাকিরার `ওয়াকা ওয়াকা`। কলম্বিয়ার এই গায়িকার গান এক লহমায় দুলিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। `ওয়াকা ওয়াকা`র মত আর এক সুর এবার ফুটবল অনুরাগীদের মন ছুঁতে চলেছে। ইউরো সং ২০১২।