Last Updated: Friday, January 18, 2013, 16:50
ভারতীয় মৎস্যজীবী হত্যায় অভিযুক্ত দুই ইতালীয় নাবিকের মামলা চালানোর জন্য বিশেষ আদালত গঠন করা হতে পারে বলে জানান সুপ্রিম কোর্ট। ইতালীয় নাবিকদের আর্জি প্রসঙ্গে শীর্ষ আদালত জানায় এই ঘটনায় কেরল পুলিসের আওতায় অভিযুক্তদের রেখে বিচার চালানোর কোনও এক্তিয়ার নেই।