Last Updated: Saturday, June 16, 2012, 22:38
ইন্দোনেশিয়ান সুপার সিরিজের ফাইনালে পৌঁছলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। সেমিফাইনালে কোরিয়ার সুঙকে স্ট্রেট গেমে হারিয়ে দেন পঞ্চম বাছাই সাইনা। মাত্র পঞ্চাশ মিনিটে সুঙকে ২২-২০, ২১-১৮ গেমে হারিয়ে দেন তিনি।