Last Updated: Saturday, August 18, 2012, 23:03
অসমের হিংসার জেরে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা তাড়াহুড়ো করে ঘরে ফিরছেন। আর এই হিংসা, বিদ্বেষে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভুয়ো এমএমএস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং জানিয়েছেন এগুলির উত্স পাকিস্তান।