এরিকা - Latest News on এরিকা| Breaking News in Bengali on 24ghanta.com
সন্তানের জন্ম দিয়ে জীবনে ফিরলেন মৃত মা

সন্তানের জন্ম দিয়ে জীবনে ফিরলেন মৃত মা

Last Updated: Sunday, May 26, 2013, 20:04

সন্তানের জন্ম দিয়ে বেঁচে উঠলেন মৃত মা। গত ফেব্রুয়ারি মাসে স্কুলে ক্লাস নিচ্ছিলেন ইংরেজির শিক্ষিকা এরিকা নিগরেলি। সেইসময় তিনি ৩৬ সপ্তাহের গর্ভবতী। পড়াতে পড়াতেই হঠাত্র মৃত্যুর কোলে ঢোলে পড়েন এরিকা। তাঁর স্বামী ও স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা এরিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকরা জানান তাঁর হৃদস্পন্দন থেমে গিয়েছে।