Last Updated: Wednesday, October 30, 2013, 08:41
ডাউন হিমগিরি এক্সপ্রেসে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল প্যান্ট্রিকারের কর্মীদের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে ঝাঁঝা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এসি থ্রি টিয়ার কামরার যাত্রীদের অভিযোগ, রাত ২টো ৩০ নাগাদ প্যান্ট্রিকারের কয়েকজন কর্মী তাঁদের ব্যাগ থেকে টাকা, মোবাইল ও এটিএম কার্ড লুঠ করেন।