Last Updated: Tuesday, September 3, 2013, 20:37
এসি মেশিন থেকে আগুন লাগল কলকাতা পুরসভার মূল ভবনে। বিকেল পৌনে ৪টে নাগাদ পুরভবনের কাউন্সিলর ক্লাব রুমে, বিজেপি কাউন্সিলরদের বসার জায়গায় এসি মেশিনটিতে আচমকাই বিস্ফোরণ ঘটে। আগুনের হল্কা বেরোতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে কাউন্সিলর ও অন্যান্যদের মধ্যে।