Last Updated: Tuesday, September 27, 2011, 23:21
ছয় দশক আগে সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছিল এস এস গ্যারসোপ্পা। ব্রিটিশ পণ্যবাহী জাহাজটিতে ছিল সত্তর লক্ষ আউন্স রূপো। আজকের বাজারে যার মূল্য কয়েক কোটি ডলার। অবশেষে উত্তর অ্যাটলান্টিকের গভীরে সন্ধান মিলিছে সেই ব্রিটিশ জাহাজের।