এয়ার এশিয়া - Latest News on এয়ার এশিয়া| Breaking News in Bengali on 24ghanta.com
এয়ারএশিয়ার চিফ অ্যাডভাইজর টাটা

এয়ারএশিয়ার চিফ অ্যাডভাইজর টাটা

Last Updated: Sunday, June 16, 2013, 20:54

এয়ারএশিয়ার ভারতের চিফ অ্যাডভাইজার নিযুক্ত হলেন রতন টাটা। রবিবার মালয়েশিয়ার এয়ারলাইনসটি এয়ারএশিয়া ইন্ডিয়া বোর্ডের চিফ অ্যাডভাইজর হিসেবে রতন টাটার নাম ঘোষণা করে। সেইসঙ্গেই ছিল `ন্যানো`(কমদামী) বিমান মাশুলের প্রতিশ্রতিও। ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যানের নামও শীঘ্রই ঘোষণা করা হবে বলেও এ দিন জানান এয়ারএশিয়া প্রধান টনি ফার্নান্ডেজ।