Last Updated: Monday, May 7, 2012, 19:18
হলদিয়া পুরসভার ভোটে প্রতীক জমা দিতে গিয়ে অপহৃত হলেন কংগ্রেস নেতা মনোজ পাণ্ডে। নির্বাচন কমিশনে এবং দুর্গাচক থানায় এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা মনোজ পাণ্ডেকে তুলে নিয়ে যায়। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে মুক্তি পান মনোজ পাণ্ডে। গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।