Last Updated: Sunday, January 20, 2013, 20:42
জয়পুরে সহ সভাপতি পদে আনুষ্ঠানিক অভিষেক রাহুল গান্ধীর। আর জয়পুরের চিন্তন শিবির থেকেই কংগ্রেস হাইকমান্ড স্পষ্ট করে দিল ২০১৪ ভোটে রাহুল গান্ধীর নেতৃত্বে আক্রমণের পথেই হাঁটতে চলেছে তারা। জয়পুরেই আনুষ্ঠানিক অভিষেক হল রাহুল গান্ধীর।