Last Updated: Sunday, December 29, 2013, 15:58
বছরের শেষ রবিবার। শীতের মিঠেকড়া রোদ গায়ে মেখে সকাল থেকেই উপচে পড়া ভিড় চিড়িয়াখানা, নিকো পার্ক, ইকো পার্কে। বাঘ, শিম্পাঞ্জি দেখতে চিড়িয়াখানায় বাবা মার হাত ধরে হাজির ছোটরা। নিকো পার্ক, ইকো পার্কে আবার সংখ্যায় বেশি টিনেজাররা। রোজকার একঘেয়েমি থেকে মুক্তি পেতে ছুটির মেজাজে ভাসল শহর কলকাতা।