কলকাতা ফিল্ম ফেস্টিভ - Latest News on কলকাতা ফিল্ম ফেস্টিভ| Breaking News in Bengali on 24ghanta.com
সংস্কৃতির আমরা ওরা!

সংস্কৃতির আমরা ওরা!

Last Updated: Sunday, July 14, 2013, 20:38

বাংলার সংস্কৃতি ক্ষেত্রে ফের আমরা-ওরার বিভাজন। কলকাতা চলচ্চিত্র উত্সবের স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হল মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এঁদের বদলে কমিটির স্থায়ী পদে যাঁদের আনা হয়েছে, তাঁরা হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। এগজিকিউটিভ কাউন্সিল ও জেনারেল বডির সদস্য হয়েছেন প্রযোজক শ্রীকান্ত মেহতা ও শিবাজি পাঁজা।