কলকাতা বাজার - Latest News on কলকাতা বাজার| Breaking News in Bengali on 24ghanta.com
১৩ টাকায় আলু বেচতে অপারগ, তাই দোকান বন্ধ করে গা ঢাকা দিচ্ছেন বিক্রেতারা

১৩ টাকায় আলু বেচতে অপারগ, তাই দোকান বন্ধ করে গা ঢাকা দিচ্ছেন বিক্রেতারা

Last Updated: Friday, November 8, 2013, 10:51

মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্বেও বাজারে আলু-সঙ্কট অব্যাহত। আলু কিনতে বাজারে গিয়ে নাকাল হচ্ছেন ক্রেতারা। চড়া দাম তো ছিলই। এবারে  একেবারে বন্ধই হয়ে গিয়েছে বহু দোকান। সরকার আলুর দাম ১৩ টাকা কেজি বেঁধে দিয়েছে। ওই দামে আলু বিক্রি করতে হলে ব্যাপক লোকসানের মুখে পড়বেন বলে দাবি বিক্রেতাদের। ফলে বেশিরভাগ বিক্রেতাই দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। সরকারের নির্ধারিত ১৩ টাকা দামে সামান্য কিছু আলু বাজারে আসছে। যদিও তা আলুর বিপুল চাহিদার নামমাত্রই মেটাতে পারছে। ১৩ টাকার সেই আলু মানও খুব খারাপ বলে অভিযোগ করছেন ক্রেতারা। আলু-সঙ্কটের সঙ্গেই লাফিয়ে বেড়েছে অন্যান্য শাক-সবজির দামও।

সরকারের নির্দেশই সার, সবজি- আলু বিকোচ্ছে সেই চড়া দামেই

সরকারের নির্দেশই সার, সবজি- আলু বিকোচ্ছে সেই চড়া দামেই

Last Updated: Sunday, October 27, 2013, 08:59

বাজারে আলুর দাম বেধে দিয়েছে সরকার। জ্যোতি আলু প্রতি কেজি ১৪ টাকা ও চন্দ্রমুখী আলু কেজি প্রতি ১৬ টাকা দাম নির্ধারিত হয়েছে। কিন্তু বাজারে জ্যোতি আলুই বিকোচ্ছে ষোল টাকা কেজি দরে। আলু ছাড়াও অন্যান্য সবজির দামও বেশ চড়া।