Last Updated: Saturday, March 2, 2013, 17:00
ওডাফা ছিলেন, টোলগেও ছিলেন। কিন্তু মোহনবাগানকে বড় ম্যাচ জেতালেন নতুন এক হিরো। সেই হিরোর পায়েই কলকাতা ঘরোয়া লিগের ম্যাচে কল্যাণীতে মোহনবাগান ৩-০ গোলে হারাল মহামেডানকে। তিনি সাবিথ। ওডাফাদের ম্লান করে যার জোড়া গোল দলকে ঘরোয়া লিগের লড়াইয়ে টিকিয়ে রাখল।