Last Updated: Wednesday, July 31, 2013, 23:55
কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন সৌরভ কালিয়াকে হত্যা করেছিল তারা। নায়েক গুল নামে এক পাক সেনা প্রকাশ্যে এ কথা জানিয়েছে। এর আগে পাকিস্তান সরকার কখনই ক্যাপ্টেন কালিয়াকে হত্যার কথা মানতে চায়নি। পাক সেনার স্বীকারোক্তির পর আন্তর্জাতিক মহলে সরব হওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে সৌরভ কালিয়ার পরিবার।