Last Updated: Friday, April 12, 2013, 20:20
রাজ্যজুড়ে সন্ত্রাসের মাঝে আরও এক ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন তিনজন। মৃতের নাম উত্তম মণ্ডল। আজ ঘটনাটি ঘটেছে বর্ধমানের কেতুগ্রামের রসুইগ্রামে। মাস চারেক আগে জব কার্ড নিয়ে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ। আজ গাজন মেলা উপলক্ষে জমায়েত হয় তৃণমূলের দুই গোষ্ঠী।