Last Updated: Friday, November 9, 2012, 18:58
ভি এস নইপলের পর গিরিশ কারনাডের সমালোচনার মুখে এবার নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গালুরুতে আজিম প্রেমজি ক্যাম্পাসে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে গিরিশ কারনাড বলেন, কবি হিসেবে অগ্রগণ্য হলেও রবীন্দ্রনাথ `মাঝারি মানের নাট্যকার`। তাঁর দর্শন, কবিতা ভারতের সমাজকে ঋদ্ধ করেছে। কিন্তু তাঁর নাটক সমকালে স্বীকৃত হয়নি। এমনকী, রবীন্দ্রনাথের নাটকের মঞ্চায়ন পারিবারিক পরিসরেই আবদ্ধ থেকেছে বলেও মন্তব্য করেন গিরিশ।