Last Updated: Tuesday, August 27, 2013, 12:16
দুর্গাপুরের কাছে বুদবুদে বাস উল্টে মৃত্যু হল ৯ জনের। দুর্ঘটনায় আহত অন্তত সত্তরজন। গুসকরার নতুনহাট থেকে বাসটি আসানসোল যাচ্ছিল। ২ নম্বর জাতীয় সড়কের ধরলা মোড়ের কাছে একটি লরিকে পাশকাটাতে গিয়ে উল্টে যায় বাসটি।