Last Updated: Thursday, August 29, 2013, 20:18
জন্মষ্টমীর দিনও শাহরুখের মুখে শোনা গেল মহিলা নিরাপত্তার কথাই। এ দিন মুম্বইয়ের একটি বিখ্যাত দহি হান্ডিতে শাহরুখ `গোবিন্দা` সাজেন। মানুষের পিরামিডের ওপর উঠে ভাঙেন দহি হান্ডি। মারাঠি গান আর নিজের ছবির জনপ্রিয় সংলাপে মাতিয়ে দেন জন্মাষ্টমী।