Last Updated: Monday, April 8, 2013, 18:12
খান কলহ যখন চরমে ঠিক তখনই পাশাপাশি বাস করতে চলেছেন সলমন-শাহরুখ। ইতিমধ্যে মুম্বইয়ের বান্দ্রা ব্যান্ডস্ট্রান্ডে কিং খান নিজের বিলাসবহুল বাংলো মন্নত গড়ে তুললেও এতদিন পরিবারের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিজের এক কামরার ফ্ল্যাটেই থাকতেন সলমন। তবে এবার নিজের জন্য নতুন বাড়ি খুঁজছেন সল্লু। শোনা যাচ্ছে তাঁর নতুন বাড়ি নাকি হতে চলেছে শাহরুখের বাড়ির খুব কাছেই।