Last Updated: Friday, November 30, 2012, 21:05
মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রিন জোন। বিধি অনুযায়ী থাকবে না কোনও হোর্ডিং। অথচ চিংড়িঘাটা থেকে টেকনোপলিস, পুরো এলাকার দুধারে রয়েছে বড় বড় হোর্ডিং। ওই সব হোর্ডিং যে বেআইনি, তা মেনে নিয়েছেন শাসকদলের এক বিধায়কও। তাহলে কি বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? এপ্রশ্নের উত্তর কিন্তু স্পষ্ট নয়।