Last Updated: Saturday, October 1, 2011, 10:17
আফজল গুরুর ফাঁসি রদের দাবিতে আন্দোলনে নেমে শ্রীনগরে গ্রেফতার হলেন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিক। অনন্তনাগে পুলিশি হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্য়ু হল এক প্রৌড়ের। আর এই দুই ঘটনার জেরে ফের উত্বপ্ত হল ভূস্বর্গ।