Last Updated: Thursday, September 27, 2012, 19:42
ধোকা সাধারণত নিরামিষ খাবার হিসেবে আমাদের কাছে সুপরিচিত। কিন্তু আমার এক বন্ধু চিংড়ি মাছ সহযোগে এর অসাধারণ এক আমিষ পদ খাইয়েছিল একবার। তার সঙ্গে টেলিফোন ছাড়া যোগাযোগ নেই তাও প্রায় বছর পাঁচেক। সেই প্রিয় বন্ধুর রহস্য হেঁসেল থেকে একটুকরো স্বাদ সবার সঙ্গে ভাগ করে নিতে আজ ভীষণ ইচ্ছা হল...