Last Updated: Tuesday, May 28, 2013, 11:21
ছত্তিসগড়ের বস্তারে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলার দায় স্বীকার করল মাওবাদীরা। দায় স্বীকার করে দণ্ডকারণ্যের পিএলজিএর মুখপাত্রর তরফে একটি চারপাতার বিবৃতি এবং অডিও টেপ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, মাওবাদীদের হিটলিস্টের শীর্ষে থাকা মহেন্দ্র কর্মাকে শাস্তি দিতেই ওই হামলা চালানো হয়েছে। অপারেশন গ্রিনহান্টে মদত দেওয়ার অভিযোগে ছত্তিসগড়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেলকে কাঠগড়ায় তুলেছে মাওবাদীরা।