Last Updated: Friday, May 17, 2013, 18:02
কলেজ হস্টেলে মদ্যপ অবস্থায় মারপিটের অভিযোগ উঠল বেসুর কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কলেজের ছাত্র বিক্রম চাকমা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার শিবপুরের রিচার্সন হলে তাঁকে মদ্যপ অবস্থায় মারধর করে কয়েকজন ছাত্র।