Last Updated: Monday, December 3, 2012, 18:53
আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও কলেজের মধ্যে ঢুকে ভাঙা হল ইউনিয়নের রুমের তালা। এরপর তছনছ করা হয় ঘরের আসবাবপত্র ও ছবি। ভাঙচুর করা হয় শহিদ বেদিও। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এ ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।