জনতন্ত্র মোর্চা - Latest News on জনতন্ত্র মোর্চা| Breaking News in Bengali on 24ghanta.com
 দুর্নীতি রুখতে সাধারণ মানুষের মত চাইলেন আন্না

দুর্নীতি রুখতে সাধারণ মানুষের মত চাইলেন আন্না

Last Updated: Sunday, March 31, 2013, 10:52

দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরও জোড়াল করতে সাধারণ মানুষের মতামত চাইছেন সমাজকর্মী আন্না হাজারে। শনিবার আন্না জলন্দর রেল স্টেশনে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানায় স্থানীয় মানুষ। যদিও তাঁর দল জনতন্ত্র মোর্চা নির্বাচনে অংশগ্রহণ কিংবা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছেন আন্না হাজারে।