Last Updated: Tuesday, June 25, 2013, 21:49
স্বপ্ন দেখেছেন আপনার গাড়িটা পেট্রোল ছাড়াই চলছে! গাড়িটাকে কয়েক ঘণ্টা রোদ খাইয়ে ছুটির দিনে পরিবার নিয়ে লং ড্রাইভে চলেছেন। ঠিকই দেখেছেন। এটা ভোরের স্বপ্ন। সত্যি তো হবেই। জার্মানির হকসচুল বকাম সোলার কার প্রোজেক্টে পরীক্ষা করা হয়েছে রেসের সোলার ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি সূর্যের রোদ খেয়ে ২৯, ৭৫৩ কিমি অতিক্রম করেছে। তবে এখন আপনি এই গাড়ি ব্যবহার করতে পারছেন না। শুধুমাত্র রেসের জন্য এই গাড়িকে ব্যবহার করা হচ্ছে।