Last Updated: Sunday, January 20, 2013, 21:08
ডার্বি কাণ্ডে মোহনবাগানের শাস্তির জেরে এবার সংশোধন হতে চলেছে ফেডারেশনের সংবিধান। মোহনবাগানের বিচার করতে গিয়েই সামনে আসে যে আই লিগের নিয়ম আর ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের মধ্যে বিস্তার ফারাক। তাই দ্রুত নিজেদের সংবিধান সংশোধন করতে চাইছেন এআইএফএফ কর্তারা। ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল আইনজীবি উষানাথ ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছেন প্রয়োজনীয় সংশোধন সেরে ফেলতে।