Last Updated: Saturday, February 2, 2013, 21:39
আই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার দিনে হোঁচট খেল ডেম্পো। শনিবার গোয়ায় মুম্বই এফসির বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচিয়ে এক পয়েন্ট পেল ডেম্পো। ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুটো গোল শোধ করে নাটকীয় কায়দায় এক পয়েন্ট ছিনিয়ে আনল ডেম্পো। ৮৫ মিনিট অবধি মুম্বই এফসির পক্ষে খেলার ফল ছিল ২-০। ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান কমান পিটার কার্ভালহো। খেলা শেষের মিনিট খানেক আগে দলকে সমতায় ফেরান পিটার কার্ভালহো।