তন্দ্রা ভট্টাচার্য - Latest News on তন্দ্রা ভট্টাচার্য| Breaking News in Bengali on 24ghanta.com
শর্মিষ্ঠার আত্মহত্যাই দিয়ে গিয়েছিল মা, ভাইয়ের মৃত্যুর আভাস

শর্মিষ্ঠার আত্মহত্যাই দিয়ে গিয়েছিল মা, ভাইয়ের মৃত্যুর আভাস

Last Updated: Monday, November 18, 2013, 21:42

শুধু মা-ছেলের মৃত্যু নয়। সল্টলেকের ভট্টাচার্য পরিবারে মৃত্যু-মিছিলের শুরুটা হয়েছিল মেয়ে শর্মিষ্ঠা সরকারের আত্মহত্যা দিয়ে। এবছরই মে মাসে বাড়িতেই আত্মহত্যা করেছিলেন তিনি। মা-ছেলে-মেয়ে প্রত্যেকে ভুগছিলেন গভীর মানসিক অবসাদে। ভট্টাচার্য বাড়িতে আত্মহত্যার ছায়া এই প্রথম নয়। স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য ও ছেলে সৌম্য ভট্টাচার্যকে হারানোর আগেও সন্তান হারানোর শোক কাঁদিয়েছে পঁচাত্তর বছরের শ্যামলকৃষ্ণ ভট্টাচার্যকে। মাত্র পাঁচ মাস আগে বাড়ির মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা। বিয়ের পর তিনি চলে গিয়েছিলেন আমেরিকায়। কিছুদিন পর তাঁরা কলকাতায় ফিরে আসেন। থাকছিলেন এই বাড়িতেই।