তৃণমূল হকার ইউনিয়ন - Latest News on তৃণমূল হকার ইউনিয়ন| Breaking News in Bengali on 24ghanta.com
তৃণমূল হকার ইউনিয়নের মধ্যে গণ্ডগোলে উত্তাল শিয়ালদহ, সোমেন অনুগামী বলেই হামলা!

তৃণমূল হকার ইউনিয়নের মধ্যে গণ্ডগোলে উত্তাল শিয়ালদহ, সোমেন অনুগামী বলেই হামলা!

Last Updated: Thursday, September 26, 2013, 09:07

শিয়ালদহে তৃণমূল কংগ্রেসের হকার ইউনিয়নের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে আহত হলেন পাঁচজন। আহতদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের অভিযোগ, সোমেন মিত্রর অনুগামী বলেই তাঁদের উপর হামলা করেছে দলের বিরোধী গোষ্ঠী। হামলার কথা অস্বীকার করেছেন অন্য গোষ্ঠীর নেতারা।