Last Updated: Monday, July 14, 2014, 18:10
হুমায়ুন-ইন্দ্রনীল তরজায় ইন্দ্রনীলের পাশেই দাঁড়াল দল। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নালিশ জানাতে এসে নেতাদের কাছে তেমন কোনও গুরুত্বও পেলেন না হুমায়ুন কবীর। আজ তৃণমূলের সম্পাদক মুকুল রায়ের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদের এই তৃণমূল নেতা। ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও তাঁর অভিযোগ, কার্যত ধোপে টেকেনি। মুকুল রায় তাকে বলেন একুশে জুলাইয়ের সমাবেশের পর তিনি বিষয়টি দেখবেন।