Last Updated: Tuesday, October 8, 2013, 14:50
থ্রিডি টিভি, থ্রিডি প্রিন্টারের পর এ বার থ্রিডি টুথব্রাশ। হ্যাঁ, সকালে উঠে আর দাঁত মাজতে গিয়ে হাত ব্যথা করতে হবে না। থ্রিডি টুইব্রাশ স্রেফ একবার কামড় লাগান, আর মাত্র ৬ সেকেন্ডে একেবারে ঝকঝকে দাঁত পেয়ে যান। এমনই দাবি করলেন থ্রিডি টুথব্রাশ কোম্পানির মালিক ব্লিজডেন্ট।