Last Updated: Sunday, April 7, 2013, 21:53
বুলেটে বিষ মিশিয়ে হাতিকে মেরে, তার দাঁত কেটে নিয়ে পালাল চোরাশিকারিরা। বক্সা দক্ষিণ রায়ডাক রেঞ্জে এই ঘটনায় বনদফতরের কর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কারণ, যেভাবে পরিকল্পনা করে হাতিটিকে হত্যা করা হয়েছে, তাতে উত্তর-পূর্বের পেশাদার চোরাশিকারিদের হাত রয়েছে বলে তাঁরা নিশ্চিত। গভীর জঙ্গলে হাতির অবস্থান চিহ্নিত করে, যে দক্ষতার সঙ্গে তাকে হত্যা করা হয়েছে, তার ধরন দেখেই বনকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। উত্তর-পূর্ব ভারতে চোরাশিকার নতুন ঘটনা নয়।